৪৬৯
স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব
প্রশ্নঃ ৪৬৯. আসসালামু আলাইকুম,
বড় ভাই এর উপার্যন এর উপর ছোট ভাইয়ের বউয়ের হক কেমন? ছোট ভাই উপার্জনে উপযুক্ত, কিন্তু কোনে কাজ ই করতে চায় না+ তার পরিবার তাকে কোনোরকম জোড় ও করে না।
বড় ভাই তার নিজের বউকে যেভাবে রাখবে, ছোট ভাইয়ের বউ কেও সেই ভাবে রাখা লাগবে?
এই ব্যাপারে দলিল সহ জানতে চায়
ধন্যবাদ
স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর।তার বড় ভাইয়ের নয়।কিন্তু বড় ভাই যদি কোনো কারণে তা বহন করে,সেটা তার ছোট ভাইয়ের প্রতি ইহসান বা দয়া।আর দয়া করার ক্ষেত্রে কোনো বাধ্য বাধকতা নেই।তার সামর্থ্য বা ইচ্ছানুযায়ী যতটুকু পারে,বহন করবে।
তাফসীর ইবনে কাছীর ১/৪৯২; আহকামুল কুরআন, জাসসাস ২/১৮৮