হালকী নফল নামাজ (বিতর নামাজের পর বসে দুই রাকাত নামাজ পড়া) পড়ার সময় হচ্ছে বিতর নামাজের পর। তবে তারাবির নামাজ শেষ করে বিতর নামাজের আগে নফল নামাজ পড়লে 'বিতির হবেনা' এ কথাটি সঠিক নয়। যদিও নিয়ম হলো বিতির নামাজের পর হালকি নফল পড়া।
হাদিস শরীফে এসেছে, হযরত আয়েশা রাদ্বি. থেকে বর্ণিত- عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْها أن النبي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كان يُصَلِّي رَكْعَتَيْنِ بعْدَ الْوِتْرْ وَهُوَ جَالِسٌ
তিনি বলেন, রাসূলুল্লাহ সাঃ বিতিরের পর বসে বসে দুই রা’কাত নামায পড়েছেন।