২৬৪
ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেলে তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কি?ুু
প্রশ্নঃ ২৬৪. ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেলে আজানের পূর্বে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কি?
তাহাজ্জুদের নামাজ শুধুমাত্র তাহাজ্জুদের সময়ই আদায় করা যায়।ফজরের সময় হয়ে গেলে ফজরের দুই রাকাত সুন্নাত ব্যতীত অন্য কোনো নফল নামাজ পড়া যায় না।
(মুসলিম:১৭১১)
والله أعلم بالصواب