জুমআর নামায দুই রাকাত। খুতবা হলো জুমআর নামায সহীহ হওয়ার জন্য শর্ত। খুতরা নামাযের মাকাম গ্রহণ করে না। বরং জুমার খুতবার গুরুত্ব অনেক। তাই জুমআর নামায আগে থেকেই দুই রাকাত করা হয়েছে। যাতে নামায এবং খুতবা সম্পন্ন করা সহজ হয়। তবে অনেকেই এই সহজ করণের ব্যপারটাকে দুই রাকাকের কায়েম মাকাম হওয়ার কথা বলেছেন , যার কোন সহীহ ভিত্তি নেই। (বাদায়েউস সানায়ে ১/৫৮৯)