জুমআর দিনের সবচেয়ে বড় আমল হল, অত্যন্ত গুরুত্বের সাথে জুমআর নামায আদায় করা। ভালোভাবে পাক-পবিত্র হয়ে পরিষ্কার ও উত্তম জামা-কাপড় পরিধান করে শুরু ওয়াক্তে মসজিদে চলে যাওয়া এবং নামায ও দুআ-যিকিরে মগ্ন থাকা। এরপর একাগ্রতার সাথে ইমাম সাহেবের খুতবা শোনা এবং উত্তমরূপে জুমার নামায আদায় করা। খুতবার সময় কথা না বলে মনযোগ সহকারে শুনা ওয়াজিব। খুতবা শুনতে না পারলেও চুপ থাকবে। অনুপস্থিতির কারনে শুনতে না পারলে জুমার নামায পরিপূর্ণ হয়ে যাবে। তবে ওয়াজিব তরকের গোনাহ হবে এবং সোওয়াব কম পাবে।
(বুখারি, হাদিস নং- ৯২৯, আবু দাউদ, হাদিস নং-৩৪৫, ফাতহুল কাদীর: ২/২৭, সহীহ বুখারী, হাদীস নং-৮৯২, সহীহ মুসলিম, হাদীস নং-২০০৫, মুসনাদে আবী ইয়ালা, হাদীস নং-১৭৯৯ )