৪০৬
জুমার নামাজ পড়তে না পারলে জামাতে জোহর আদায়
প্রশ্নঃ ৪০৬. এক ভাই জানতে চেয়েছেন,
তিনি জাপান থাকেন। শুক্রবার ওনার অফিস খোলা থাকে। আর মসজিদ প্রায় ৪ কিমি দূরে। তাই, সব জুমায় অংশ নিতে পারেন না। ওনার সাথে আরো কয়েকজন মুসলমান কাজ করেন। তারা কি জুমার দিন জামায়াতে যোহরের নামাজ আদায় করতে পারবেন?
জুমার দিন জুমার নামাজ আদায় করাই আবশ্যক।দুরের অজুহাতে জুমা ছেড়ে দেওয়া সমীচীন নয়।তবে কেউ জুমার পড়তে না পারলে জোহরের নামাজ আদায় করবে।তবে জুমার দিন জোহরের নামাজ জামাতে আদায় করা অনুচিত।
কিতাবুল আসল ১/৩৬৫; আলমুহীতুল বুরহানী ২/৪৭৩;