২২৪
কাবলাল জুম'আ না পড়তে পারলে তা কীভাবে আদায় করবে?
প্রশ্নঃ ২২৪. কাবলাল জুম'আ যদি না পাই তাহলে জামাতের পরে কী বাদাল জুম'আ পড়ব না কাবলাল জুমা পড়ে বাদাল জুম'আ পড়ব।
বা'দাল জুমা পড়ার পর বাকি নামাজ পড়বেন। (তাহতাবি আলা মারাকিল ফালাহ-২৩৯)
والله أعلم بالصواب