صلوا كما رئيتموني أصلي. البخاري. أي صلوا مثل صلاتي
তোমরা আমাকে যেমনভাবে ছলাত পড়তে দেখ ঠিক ঐভাবে ছলাত পড়। বুখারী।
নামায জিকির। নামায দোআ। রাসূল সা. যে যিকির যেভাবে করেছেন এবং আদেশ করেছেন সেভাবেই করতে হবে। নামায নামক যিকির কেবলামূখী হয়ে এবং খুতবা নামক যিকির ভিন্নমূখী হয়ে। খুতবা দিতে হয় মুসল্লিদের দিকে ফিরে।
রদ্দুল মুহতার: ২/১৪৯।