১০২
ভুলে অপবিত্র অবস্থায় নামাজ আদায় করলে করনীয়-
প্রশ্নঃ ১০২. ধরুন, আমার সকালে বীর্যপাত হয়েছে। আমি দুপুরে গোসল করেছি কিন্তু গোসলের ফরজ আদায় করতে মনে ছিল না। পরে আমি যোহরের নামাজ পড়ি। তারপর যখন আমি আসরের নামাজ পড়তে যাব তখন আমার মনে পড়লো যে আমি গোসলের ফরজ আদায় করি নি। এখন আমার প্রশ্ন হলো :
১.আমার যোহরের নামাজ পুনরায় আদায় করতে হবে কিনা?
২. আমার কাপড়েও নাপাকি লেগেছে এজন্য কাপড় ধোয়ার আলাদা নিয়ম আছে কিনা?
গোসলের তিনটি ফরজের কোন একটি আদায় না করলে গোসল হবে না। তাই আপনার গোসল হয়নি। নাপাকি অবস্থায় নামাজ আদায় করলে সে নামাজ আদায় হয় না। তাই আপনাকে জোহরের নামাজ আবার আদায় করে নিতে হবে। (সূরা নিসা: আয়াত, ৪৩)
আপনার লুঙ্গিতে যেহেতু তরল নাপাকি লেগেছে, তাই সেটি তিনবার ধুয়ে নিতে হবে এবং তিন বারই ভালো করে নিংড়াতে হবে। শেষবার একটু গুরুত্ব দিতে হবে। (ফাতাওয়ায়ে হাক্কানিয়া : ২/৫৭৪)