২৫০
কাপড়ে নাপাকি লাগলে করণীয়-
প্রশ্নঃ ২৫০. কাপড়ে পেশাবের ফোটা লাগলে সে স্থান কিভাবে পরিবর্তন করতে হবে?অর্থাৎ, নাপাকি কিভাবে দুর করতে হবে?৩ বার বিসমিল্লাহ বলে ধৌত করলে হবে?
কাপড়ের কোথায় নাপাকি লেগেছে তা নিশ্চিতভাবে জানা গেলে শুধু ঐ স্থানটুকু তিনবার ধৌত করে নিলেই হবে।আর নিশ্চিতভাবে জানা না গেলে সম্পূর্ণ কাপড়ই ধৌত করতে হবে।
(ফতোয়ায়ে তাতারখানিয়া:১/৪৫৩)
والله أعلم بالصواب