হাতে নাপাকি লাগার পর তা ধুয়ে ফেললে সেই ভেজা হাত দিয়ে কোন কিছু স্পর্শ করলে তা নাপাক হবে না। কিন্তু আগে হাত ভিজিয়ে পড়ে নাপাকি মুছে ফেলার পর হাত না ধুয়ে সেই ভেজা হাত দিয়েই কিছু স্পর্শ করলে, যদি তা ভিজে যায় তাহলে তা নাপাক হবে।
যদি নাপাক হওয়া না হওয়ার ব্যাপারে সন্দেহ থাকে তাহলে ধুয়ে নেওয়া উত্তম হবে। (ফতোয়ায়ে শামি: ৬ নম্বর খন্ড 733 পৃষ্ঠা।)