৪১৬
নাপাকির উপর শুকনা কাপড় দিলে তার বিধান কি?
প্রশ্নঃ ৪১৬. আসসালামু আলাইকুম, আমার স্বপ্নদোষ হয়েছে, বিছানায় বীর্য লেগেছে,এবং আমি ভুল করে এই বীর্যের উপর ভালো একটি কাপড় রেখে দিয়েছিলাম ২মিনিট এর মতো রাখা ছিল, যখন কাপড় টি সরিয়ে আনি তখন কাপড় কোনো রকম ভেজা দেখি নি, এমতাবস্থায় এই কাপড় কি নাপাক হবে?
ভালো কাপড়ে যদি ভিজা অথবা বীর্যের চিহ্ন না থাকে তবে তা পবিত্র বলেই গণ্য হবে।