মাসবুক ব্যক্তি যদি ভুলবশত ইমামের সাথে বা ইমাম সালাম ফেরানোর পূর্বে সালাম ফিরিয়ে ফেলে এবং নামায ভেঙে যায় এমন কোনো কাজ না করা হয় তাহলে দেরি না করে সাথে সাথে দাঁড়িয়ে যাবে এবং বাকী রাকাত আদায় করবে। এক্ষেত্রে সাহু সিজদা দিতে হবে না। যদি ইমামের সালাম ফিরানোর পর দেরি করে সালাম ফিরায় তবে সাহু সিজদা দিতে হবে। আর যদি উক্ত মাসবুক মনে করে যে, ইমামের সাথে সালাম ফিরাতে হবে তাই সে ইচ্ছা করেই সালাম ফেরায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। (আল বাহরুর রায়েক ১/৬৬২)