চার রাকাত বিশিষ্ট নামাজ যদি ফরজ হয়ে থাকে তাহলে তৃতীয় এবং চতুর্থ রাকাতে কেরাত মিলালে সাহু সিজদা দিতে হবে না।
চার রাকাত বিশিষ্ট নামাজ যদি ফরজ না হয়ে থাকে তাহলে সব রাকাতে কেরাত মিলিয়ে পড়তে হবে। কোন রাকাতে কেরাত না মিলালে সাহু সিজদা দিতে হবে। (রদ্দুর মুহতার, ১/৪৫৯)
والله أعلم بالصواب