৪৪৭
সালাম না ফিরিয়ে দাঁড়িয়ে গেলে
প্রশ্নঃ ৪৪৭. মাগরিবের নামাজে ইমাম ৩য় রাকাতে সালাম না ফিরিয়ে দাড়িয়ে ৪র্থ রাকাত পড়ে। এবং সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করে তাহলে কি নামাজ হবে?
নাকি আরো এক রাকাত পড়ে তারপর সাহু সেজদা দিয়ে সালাম ফেরাতে হবে?
চার রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে নামাজ হবে না,বরং আরো এক রাকাত যুক্ত করে হবে।
কুদুরী-৭১