৪৬৮
জোরপূর্বক ডিভোর্স দিলে সেই ডিভোর্সের বিধান
প্রশ্নঃ ৪৬৮. পালিয়ে বিয়ে করার পর পরিবার থেকে বিয়ে মেনে নেওয়া হয়নি,
ছেলেকে তার পরিবার থেকে জোরপূর্বক কোর্ট থেকে মেয়ের বাড়িতে ডিভোর্স লেটার পাঠানো হয়,ডিভোর্স লেটারে ছেলের স্বাক্ষর ছিল জোর পূর্বক, ছেলের ডিভোর্স দেওয়ার কোন ইচ্ছা ছিল না।
★এখন আমার প্রশ্ন হচ্ছে এই ডিভোর্স লেটারের মাধ্যমে কি মেয়ের জন্য তালাক পতিত হবে?
জোরপূর্বক শুধু তালাকনামায় সাইন করালে তালাক হবে না, কিন্তু যদি জোর করার কারণে মুখে তালাক দিয়ে দেয়, তাহলে তালাক হয়ে যাবে।
ফতোয়ায়ে আলমগীরী-১/৪৪৬