মৌলিকভাবে তাবিজ ব্যবহার করা জায়েয।তবে তাবিজ যদি কুফরি বাক্য বা অস্পষ্ট কিছু দিয়ে লিখে তবে ঐ তাবিজ ব্যহার করা জায়েয হবে না।তাই তাবিজ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত।
মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ২৩৫৪৭; মুসনাদে আহমাদ ২/১৮১; সুনানে আবু দাউদ, হাদীস ৩৮৮৯; জামে তিরমিযী, হাদীস ৩৫২৮; মুসতাদরাকে হাকেম, হাদীস ২০১০