৪৬২
স্ত্রী নিজেকে তালাক দেওয়া
প্রশ্নঃ ৪৬২. আসসালামু আলাইকুম আমার আমার সামীর কাছ থেকে আমি তালাক চেয়েছি কিন্তু ওনী কোনো ভাবেই তালাক দিবে না খোলা তালাকও দিবে না ওনী এখন বিদেশে থাকে এখন আমি কি কাজীর মাধ্যমে তালাক দিলে শরীয়া মোতাবেক তালাক হবে কাজী বলছে শরীয়া মোতাবেক তালাক হবে আমাকে একটু জানাবেন প্লিজ?
বিয়ের সময় বা পরবর্তীতে স্বামী যদি আপনাকে নিজের উপর তালাক নেওয়ার অনুমতি দিয়ে থাকেন।আর তা যদি কোনো শর্তসাপেক্ষে হয়,তাহোলে ঐ শর্ত পাওয়া গেলে আপনি নিজের উপর তালাক নিতে পারবেন।আর বিনা শর্তে অনুমতি দিলে আপনি যেকোনো মূহুর্তে নিজের উপর তালাক নিতে পারবেন।