ইমাম সাহেব জোহরের চার রাকাত সুন্নাত নামাজ এখনো পড়েনি | কিন্তু ইতিমধ্যে নামাজের জামাতের ওয়াক্ত হয়ে গেছে, যেমন ধরুন ১. ১০ pm নামাজের জাময়াতের সময় | এক্ষেত্রে উক্ত ইমাম সাহেব নামাজ পড়াতে পারবে, যদি সে প্রথম চার রাকাত নামাজ ফরজ নামাজ পড়িয়ে , পরের দু রাকাত সুন্নাত নামাজ পড়ে আদায় করে নেয়?
১/ প্রত্যাশা ডি ২০২০ সদস্যদের ১২% লাভে সহজ কিস্তিতে লোন দেওয়া হবে। ২/ বাহিরের গ্রাহকদের ১৫% লাভে লোন দেওয়া হবে। (Hasan Bin Khalaque এটা হচ্ছে ধরেন, আপনারে একটা ফ্রিজ কিনে দিলাম, আপনি বাজার থেকে ১২/১৫% টাকা বেশি পে করলেন আমাদের। জায়েজ হবে?) ৩/ যাদের মাসিক নির্ভরযোগ্য ইনকাম রয়েছে তাদেরকে সহজে লোন দেওয়া হবে। ৪/ সকল সদস্য ঋণ নিতে হলে পরিবারের গ্রহণযোগ্য অভিভাবক লোন গ্রহণের সময় উপস্থিত থাকতে হবে। ৫/ যেকোন সদস্য লোন নিতে হলে সাদা চেক রশিদ জমা দিতে হবে। ৬/ যেকোন সদস্যদের ইনকামের অবস্থা বিবেচলা করে লোন দেওয়া হবে। ৭/ বিশেষ করে গ্রুপের সদস্যরা লোন নিতে হলে তার অভিভাবকের সাক্ষর এবং গ্রুপের গ্রহণযোগ্য যেকোন একজন সদস্যের সাক্ষর ও সুপারিশক্রমে লোন নিতে পারবে। ৮/ লোন দেওয়া হবে নির্দিষ্ট বস্তু ক্রয় - বিক্রয়ের মাধ্যমে। ৯/ বস্তুগুলো হলো ফ্রিজ,টিভি,মোবাইল, ঘরের আসবাবপত্র, ইট,বালু,রট,সিমেন্ট, মাটি,টিন,দোকানের বিভিন্ন পণ্য ক্রয় ইত্যাদি ক্রয়- বিক্রয় যোগ্য বস্তু। এটা আমাদের বন্ধুদের একটা সংগঠন। এটা কি জায়েজ হবে???????
মুহতারাম সুরা আর রহমান নাকি জান্নাতের জাতীয় সংগীত হবে। এবং স্বয়ং আল্লাহ তায়লা নিজে জান্নতিদেরকে এই সুরাটি পড়ে শুনাবেন। এই কথার কি কোনো ভিত্তি বা প্রমান আছে?
"আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারেন কিন্তু বলেন না।" এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই।
উত্তেজনা বশত যদি মজি বের হয়, ধৌত না করা হয় এবং কাপড়ে শুকিয়ে যায় কোথায় লেগেছে তা বুঝা না যায় তখন কি করনীয়..? তখন কি নাপাক বলে গণ্য হবে..?
৪ রাকাত বিশিষ্ট নামাজে শেষের ১ রাকাত পেলে তখন বাকি তিন রাকাত পড়ার পদ্ধতি কীভাবে হবে?দলিলসহ জানালে উপকৃত হতাম।
নিম্নোক্ত হাদিস দুটির বিষয়ে জানতে চাই এবং হযরত হাসান ( রা.) এর মৃত্যুর কারণ জানতে চাই। قَالَ عَلِيٌّ: «يَا أَهْلَ الْعِرَاقِ، أَوْ يَا أَهْلَ الْكُوفَةِ، لَا تُزَوِّجُوا حَسَنًا، فَإِنَّهُ رَجُلٌ مِطْلَاقٌ হযরত আলী রাঃ বলেন, হে ইরাকবাসী! হে কুফাবাসী! তোমরা হাসানের কাছে কন্যা বিয়ে দিও না, কেননা অনেক তালাক দেয়। [মুসন্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-১৯১৯৫] قَالَ عَلِيٌّ: «مَازَالَ الْحَسَنُ يَتَزَوَّجُ وَيُطَلِّقُ، حَتَّى حَسِبْتُ أَنْ يَكُونَ عَدَاوَةً فِي الْقَبَائِلِ হযরত আলী রাঃ বলেন, হাসান রাঃ বিয়ে করে, আবার তালাক দেয়। এভাবে চলছে। আমার শংকা হচ্ছে গোত্রে গোত্রে এ নিয়ে শত্রুতা না তৈরী হয়। [মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-১৯১৯৬
বন্ধক রাখা কি জায়েজ?দলিল সহ বললে উপকৃত হবো।
আমার একটা গাড়ি আছে যা সার্ভিস এর জন্য পরিচালিত হয় ,কোন হিন্দু ব্যাক্তি যদি পূজাতে যাওয়ার জন্য গাড়ি চায় তাহলে কি গাড়িটা দেওয়া জায়েজ হবে?
একা একা নামাজ পড়ে কি আকামত দিতে হবে? কেরাত কি উচ্চস্বরে পড়া যাবে? সৌদি আরবে দেখা যায় একা একজ ব্যাক্তি আকামত দিয়ে উচ্চস্বরে কিরাত পড়ে নামাজ পড়েন এটা কি সুন্নাহ অনুযায়ী?