'আল্লাহ তাআলা মিথ্যা বলেন অথবা মিথ্যা বলতে পারেন' এই ধরণের কথা ঈমান বিধ্বংসী।কেননা আল্লাহ তাআলা সকল ধরণের ত্রুটি থেকে মুক্ত।আর মিথ্যা বলা বা মিথ্যা বলতে পারা উভয়টাই ত্রুটি।এই সকল কিছু থেকে আল্লাহ তাআলাকে চির মুক্ত ঘোষণা করা ও মনে প্রাণে মেনে নেওয়ার নামই ঈমান।তাই আমাদের সকলকেই এই ধরণের কথা বলা,স্বরণ করা বা আলোচনা থেকে শত সহস্র মাইল দূরে থাকা বাঞ্ছনীয়।
সূরা নিসা-৮৭,১২২