৪৩৭
কাপড়ে মজি লাগলে তার বিধান
প্রশ্নঃ ৪৩৭. উত্তেজনা বশত যদি মজি বের হয়, ধৌত না করা হয় এবং কাপড়ে শুকিয়ে যায় কোথায় লেগেছে তা বুঝা না যায় তখন কি করনীয়..? তখন কি নাপাক বলে গণ্য হবে..?
মজি অপবিত্র।তাই এটি কাপড়ে লাগলে কাপড় অপবিত্র বলে গণ্য হবে বিধায় এটিকে ধৌত করতে হবে।