৪৩৯
আল্লাহ তাআলা জান্নাতে সূরা আর রহমান তেলাওয়াত করা।
প্রশ্নঃ ৪৩৯. মুহতারাম
সুরা আর রহমান নাকি জান্নাতের জাতীয় সংগীত হবে। এবং স্বয়ং আল্লাহ তায়লা নিজে জান্নতিদেরকে এই সুরাটি পড়ে শুনাবেন। এই কথার কি কোনো ভিত্তি বা প্রমান আছে?
সূরা আর রহমান জান্নাতের জাতীয় সংগীত হওয়ার বিষয়টি কোথাও বর।ণিত হয় নি।তবে জান্নাতে সকল মানুষের সম্মুখে আল্লাহ তাআলা এই সূরা তেলাওয়াত করার ব্যাপারে কিছু বর্ণনা পাওয়া যায়।