৪৩২
একাকী নামাজ পড়ার সময় ইকামত দেওয়া ও উচ্চস্বরে কেরাত পড়া।
প্রশ্নঃ ৪৩২. একা একা নামাজ পড়ে কি আকামত দিতে হবে? কেরাত কি উচ্চস্বরে পড়া যাবে? সৌদি আরবে দেখা যায় একা একজ ব্যাক্তি আকামত দিয়ে উচ্চস্বরে কিরাত পড়ে নামাজ পড়েন এটা কি সুন্নাহ অনুযায়ী?
একাকী নামাজ আদায়ের সময় ইকামত দেওয়া উত্তম।
বাদায়েউস সানায়ে' -১/৩৭৭
একাকী নামাজ আদারকালীন কেরাত জোরে পড়াই উত্তম।তবে ইমাম সাহেব যতটুকু উচ্চস্বরে পড়েন ততটুকু উচ্চস্বরে পড়বে না।
আলমগীরী-১/৭২