৪৬৬
কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কাফফার দেওয়া।
প্রশ্নঃ ৪৬৬. কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে, কাফফারা দিতে হয়। এটা কতটুকু শরিয়ত সম্মত।আর যদি কাফফারা দিতে হয় তাহলে কি জিনিস দিয়ে কাফফারা আদায় করবে? এ বিষয়ে বিস্তারিত জানালে উপকৃত হব।
কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে কাফফারা দিতে হয়,এটি একটি ভুল ধারণা।