তাশাহুদের মধ্যে আশহাদু আললা ইলাহা ইল্লাল্লাহু বলার সময় মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলির মাথা একসঙ্গে মিলিয়ে গোলাকার বৃত্ত বানানো এবং শাহাদাত আঙ্গুল উঁচু করে ইশারা করা এবং ইল্লাল্লাহ বলার সময় তা নিচু করে ফেলা।
- মুসলিম ৫৭৯, আবু দাউদ ৭২৬, নাসাঈ ১২৭৪

তবে আঙ্গুল সর্বাবস্থায় নাড়াতে থাকবে না। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম এরকম করতেন না। আবু দাউদ এবং নাসাঈ শরীফে যার সুস্পষ্ট বর্ণনা রয়েছে।

উল্লেখ্য যে শাহাদাত আঙ্গুল নিচু করে একেবারে রানের সঙ্গে মিলিয়ে রাখবে না বরং কিছুটা উচুই রাখবে এবং হাত বিছিয়ে দিবে না। (মাআরিফুস সুনান ৩/১০৬)