রাসূল সা. আল্লাহ তাআলাকে দেখেছেন কি না এ ব্যাপারে পক্ষে এবং বিপক্ষে দলিল রয়েছে। তবে না দেখার মত দিয়েছেন খুব কম সংখ্যক আলেম। জুমহুর আলেম আল্লাহ তায়ালাকে দেখা বা না দেখার সবগুলো দলিল পর্যালোচনা করে সমন্বয়ের চেষ্টা করেছেন। তাদের মতে যারা আল্লাহ তায়ালাকে দেখার বিষয়টি অস্বীকার করেছেন, তারা মুলত: চর্মচোখ দিয়ে দেখাকে অস্বীকার করেছেন। আর যারা আল্লাহর দেখার বিষয়টি স্বীকার করেছেন, তারা অন্তরের মাধ্যমে আল্লাহকে দেখার বিষয়টি স্বীকার করেছেন।
ইমাম নাসায়ী হযরত আবু যর রা. থেকে বর্ণনা করেন,
“رأى رسول الله صلى الله عليه وسلم ربَّه بقلبه ولم يره ببصره”
অর্থ: রাসূল স. তার প্রভূকে অন্তর দ্বারা দেখেছেন, চোখ দিয়ে দেখেননি।
[নাসায়ী শরীফ, তাফসীর, হা.৫৫৬, খ.২, পৃ.৩৪৫]
তাবেয়ীগণের মাঝে যারা আল্লাহ তায়ালাকে দেখার পক্ষে ছিলেন,
১. ইকরিমা রহ.
[তাফসীরে ত্ববারী, খ.২৭, পৃ.৪৮, তাফসীরে ইবনে আবি হাতিম, খ.১০, পৃ.৩৩১৮, হাদীস নং ১৮৬৯৭, তাফসীরে বাগাবী, খ.৭, পৃ.৪০৩]
২. হাসান বসরী রহ.
ইমাম মোবারক ইবনে ফুজালা বলেন,
“كان الحسن يحلف ثلاثة لقد رأى محمد ربه”
অর্থ: হাসান বসরী রহ. তিনবার কসম খেতেন যে, মুহাম্মাদ স. তার প্রভূকে দেখেছেন।
[আত-তাউহীদ, ইবনে খোজাইমা, খ.২, পৃ.৪৮৮, হা.২৮১, তাফসীরে হাসান বসরী, খ.৫, পৃ.৮৫, আশ-শিফা, কাজী ইয়াজ, খ.১, পৃ.২৫৮]
৩. ইমাম যুহরী।
[ফাতহুল বারী, খ.৮, পৃ.৪৭৪]
৪.ইমাম মা’মার
[আত-তাউহীদ, ইবনে খোজাইমা, খ.২, পৃ.৫৬২]
৫. ইব্রাহীম ইবনে ত্বহমান
[সিয়ারু আ’লামিন নুবালা, ইমাম যাহাবী, খ.৭, পৃ.৩৮১]
আমরা বলব এ বিষয়ে তর্ক না করে পুরো ব্যপারটি মহান আল্লাহ তাআলার কাছে অর্পণ করা।
আল্লাহই ভালো জানেন।
والله أعلم بالصواب