যদি মৃত ব্যক্তি অসিয়ত করে থাকেন তাহলে তার ত্যাজ্য সম্পদ থেকে স্বাভাবিক নিয়মে তার কাফন দাফন করা পর, যদি কোনো ঋণ থাকে তাহলে তা পরিশোধ করার পর অবশিষ্ট সম্পদের এক তৃতীয়াংশ দিয়ে প্রতিদিন বিতরসহ মোট ছয় ওয়াক্ত নামাজের কাফফারা আদায় করতে হবে।
কাফফারা হলো-
প্রত্যেক ওয়াক্তের জন্য প্রতি দিন মোট ৬ ওয়াক্তের কাফফারা আদায় করতে হবে। প্রতি ওয়াক্তের জন্য পৌনে দুই সের গম বা আটা অথবা এর বাজার মূল্য গরীব মিসকিনকে মালিক বানিয়ে দেওয়া। অথবা প্রতি ওয়াক্ত নামাজের পরিবর্তে একজন গরীবকে দুই বেলা তৃপ্তি সহকারে খাবার খাওয়নো।
{ফতাওয়া শামী-২/৭২}