তাবিজ ব্যবহার করা বৈধ হলেও তামিমা ব্যবহার করা বৈধ নয়। শরীরে সুতা, গাছের ডাল, গাছের বাকল ইত্যাদি বাঁধা নিষিদ্ধ তামিমার অন্তর্ভুক্ত হওয়ায় সেটি বৈধ হবে না। রাসূল সা. বলেন,
(مَنْ تَعَلَّقَ تَمِيمَةً فلا أتم الله له ومن علق ودعة فلا ودع الله له)
অর্থাৎ, যে ব্যক্তি তামিমা লটকালো, আল্লাহ্ যেন তার উদ্দেশ্য পূর্ণ না করেন। আর যে ব্যক্তি রুগমক্তির জন্যে শামুক বা ঝিনুকের মালা লটকালো, আল্লাহ্ যেন তাকে শিফা না দেন । মুসতাদরাক আল-হাকেম-(৪/২১৯।
অন্য এক হাদীছে আছে,
(مَنْ تَعَلَّقَ تَمِيمَةً فَقَدْ أَشْرَكَ)
অর্থাৎ, যে ব্যক্তি তামিমা লটকালো সে শির্ক করল । মুসনাদে আহমাদ-(৪/১৫৬)