১০৩
বিছানার চাদর বা খাঁতায় নাপাকি লাগলে তা ব্যবহারের হুকুম-
প্রশ্নঃ ১০৩. আমার ফরজ গোসলের পর আমি আমার বিছানার চাদর এবং পাতলা খাঁতা ধৌত করিনি ,এবং সেখানে লেগে আছে কিনা তাও সাথে সাথে দেখতে পারিনি,একটু পরে আনুমানিক ৩/৪ ঘন্টা পর চেক করে সেখানে কোনো চিহ্ন পাইনি।
এখন প্রশ্ন হলো ,আমি কি এগুলো না ধুয়েই ব্যবহার করতে পারবো?
উল্লেখ্য, আমার শরীরে মাঝে মাঝে ঘাম দেয় এবং গেঞ্জি সহ বিছানার চাদরও সামান্য ভিজে যায়।ঐ গেঞ্জি পরে আমার নামাজ হবে কিনা?
বিছানার চাদর কিংবা কাঁথা নাপাক হলে তা ধুয়ে নেওয়া উত্তম। নাপাক কাপড় পরে বা নাপাক কাপড়ের উপরে নামাজ পড়া যাবে না।
গায়ের ঘামে গেঞ্জি ভিজে বিছানার চাদরে লাগলে গা নাপাক হবে না। সতর্কতার জন্য গেঞ্জি খুলে অন্য কাপড়ে নামাজ পড়বেন।
(আল বাহরুল রায়েক: ১ম খন্ড, ৩৯০ থেকে ৪০০ পৃষ্ঠা।)