১০৬
জোহরের জামাত কখন দেরিতে ও কখন তাড়াতাড়ি পড়তে হয়?
প্রশ্নঃ ১০৬. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ الْمَدِينِيُّ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَفِظْنَاهُ مِنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلاَةِ فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ
এই হাদিসের আলোকে, পুরুষ লোক একা সালাত আদায় করতে পারবে কী?
এই হাদিস দ্বারা একা নামাজ পড়ার দলিল গ্রহণ করা যাবে না, বরং এ হাদিসটি এসেছে গরমের দিনে একটু দেরি করে জোহরের জামাত শুরু করার ব্যাপারে। (ফাতহুল বারী: ২/২৫)