শরীয়তের উপর অটল থাকে আবশ্যক। আত্মশুদ্ধি অর্জন করা অবশ্য। এ দুটির জন্য হক্কানী পীরের সহবত গ্রহণ এবং তার মুরিদ হওয়া খুবই সহায়ক।
যদি কেউ পীরের সোহবত গ্রহণ ব্যতীত শরীয়তের উপর অটল থাকতে এবং আত্মশুদ্ধি অর্জন করতে সক্ষম হয় এবং তার জন্য একাজ সহজ হয় তাহলে তিনি যদি পীরের হাতে বায়আত গ্রহণ না করেন তাহলে সমস্যা নেই। তবে শরীয়তের চাহিদা হচ্ছে সৎ মানুষের সোহবত গ্রহণ করা ।
আল্লাহ তাআলা কুরআনে দিয়েছেন-
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ.
অনুবাদ: হে মুমিনরা! আল্লাহকে ভয় কর,আর সৎকর্মপরায়নশীলদের সাথে থাক। [সূরা তাওবা: আয়াত নং ১১৯]
والله أعلم بالصواب