২১০
Local dropshipping
প্রশ্নঃ ২১০. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
হযরত, আমি Local dropshipping সম্পর্কে জানতে চাচ্ছিলাম।
আমার ওয়েবসাইটে (বাংলাদেশী) হোল-সেলার এর পণ্য show করাব এবং ফেসবুক মার্কেটিং করে অর্ডার নিয়ে আসবো এবং সেই অর্ডার হোলসেলার এর কাছে ট্রান্সফার করবো।
1. হোলসেলার তার পণ্যের গুণগত মান যা রেখেছে আমি আমার ওয়েবসাইটে তাই show করাবো।
2. এখানে হোলসেলার পণ্যটি কাস্টমার হাতে পেয়ে পেমেন্ট নেওয়ার সিস্টেম রেখেছে।
3. এবং আমার নামেই হোলসেলার পণ্যটি কাস্টমারের কাছে পাঠিয়ে দিবে।
4. আমাকে প্রতি পন্নের মূল্য হিসেবে আলাদা আলাদা লাভ দিবে।
এখানে তো সাধারণত পণ্য বিক্রি করে দিয়ে পারসেন্টিজ হিসেবে টাকা নেওয়া হয়।
উপরিক্ত শর্তাবলী মেনে যদি আমি Local Dropshipping করি তাহলে হালাল হবে কিনা?
অথবা কোন কোন শর্তাবলির মাধ্যমে উপরিক্ত সিস্টেমটা বৈধ হবে? যদি দয়া করে একটু বিস্তারিত বলতেন তাহলে অনেক উপকৃত হতাম। এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো।
আপনি ক্রেতার সাথে ক্রয়-বিক্রয়ের চুক্তি করে থাকলে তা বৈধ হবে না। কারণ পণ্য নিজের মালিকানায় আসার আগেই বিক্রয় করছেন।
এখানে যদি আপনি হোল সেলারের পক্ষ থেকে এজেন্ট হয়ে থাকেন তাহলে উক্ত সিস্টেম বৈধ। অথবা নিজে আগে ক্রয় করে পরে বিক্রয় করেন তাও বৈধ। অথবা ক্রেতাকে হোল সেলারের কাছে রেফার করেন এবং হোল সেলার ক্রেতার সাথে চুক্তি করে তাহলেও বৈধ।
نقول من حکم المبيع اذا کان منقولا ان لايجوز بيعه قبل القبض….واما اذا تصرف فيه مع بائعه فان باعه منه لم يجز بيعه اصلا قبل القبض.
(الفتاوى الهندية-3/13)
والله أعلم بالصواب