বিয়েতে পাত্র ও পাত্রীর দিনদারিতা, বংশ মর্যাদা, আর্থিক ও চারিত্রিক বিষয়গুলো মিল রাখাকে কুফু বা সমতা রক্ষা বলে। কোরআন ও হাদিস বিশারদগণ এ বিষয়ে তাদের কিতাবসমূহে বিস্তর আলোচনা করেছেন।
মেয়েদের বিবাহ দেওয়ার ক্ষেত্রে কুফু দেখার বিষয় রয়েছে। অর্থাৎ পাত্রীর সামাজিক ও পারিবারিক অবস্থান এর তুলনায় নিম্নমানের ছেলের কাছে বিবাহ দেওয়া উচিত নয়।
ছেলেরা বিবাহ করার ক্ষেত্রে কুফু দেখা জরুরি নয়। ছেলেরা নিজেদের অবস্থানের চেয়ে উঁচু পর্যায়ের মেয়েদের বিবাহ করতে পারবে।
কুফুর ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হয় -
১. দ¦xনদারিতা,
২. স্বাধীনতা (দাস-দাসী হওয়া বা না হওয়া),
৩. বংশ ,
৪. শিল্প-জীবিকা ,
৫. দোষ-ত্রুটিমুক্ত ও
৬. আর্থিক সচ্ছলতার দিক দিয়েও কুফুর বিচার গণ্য করেছেন।
এসব বিষয় মাথায় রেখে বিয়ের ক্ষেত্রে এগোলে সেখানে আল্লাহ তাআলা বরকত দেবেন ইনশাআল্লাহ। কুফু মেলালেই যে বিয়ে সার্থক হবে তা না। বরং কুফু মেলালে বিবাহিত জীবনে সবকিছু মানিয়ে নিতে সহজ হয়। উভয় পরিবারের বন্ধন শক্ত হয়। যোগাযোগ সহজ হয়। পরস্পর যোগাযোগে কোনো সংকোচ কাজ করে না। তৃতীয় পক্ষ নাক ছিটকানোর মতো পরিস্থিতি কম তৈরি হয়।
)বাদায়েউস সানায়ে ২/৬২৯; ফাতাওয়া তাতারখানিয়া ৪/১৩২; হাশিয়াতুশ শুরুমবুলালী আলাদ্দুরার ১/৩৩৬;(
(الباب الخامس في الأكفاء) الكفاءة معتبرة في الرجال للنساء للزوم النكاح ، كذا في محيط السرخسي ولا تعتبر في جانب النساء للرجال، كذا في البدائع.
الفتاوى الهندية-1/356
والله أعلم بالصواب