عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ أَنَّهُ سَأَلَ أَبَا هُرَيْرَةَ كَيْفَ تُصَلِّي عَلَى الْجَنَازَةِ؟ فَقَالَ أَبُو هُرَيْرَةَ: «أَنَا، لَعَمْرُ اللَّهِ أُخْبِرُكَ. أَتَّبِعُهَا مِنْ أَهْلِهَا. فَإِذَا وُضِعَتْ كَبَّرْتُ، وَحَمِدْتُ اللَّهَ. وَصَلَّيْتُ عَلَى نَبِيِّهِ». ثُمَّ أَقُولُ: «اللَّهُمَّ إِنَّهُ عَبْدُكَ وَابْنُ عَبْدِكَ
হযরত সাঈদ বিন আবূ সাঈদ মাকবূর রাঃ তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি আবূ হুরায়রা রাঃ কে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে জানাযা পড়ে থাকেন? আবূ হুরায়রা রাঃ বললেন, আমি তোমাকে জানাচ্ছি, আমি মাইয়্যেতের ঘর থেকে মাইয়্যেতের সঙ্গে সঙ্গে আসি। এরপর যখন খাটিয়া রাখা হয়, তখন [জানাযার নামাযে] তাকবীর দিয়ে হামদ ছানা পড়ি, এবং দরূদ পড়ি এরপর দুআ পড়ি আল্লাহুম্মা ইন্নাহু আবদুকা ওয়াবনু আবদিক। {মুয়াত্তা মালিক, হাদীস নং-১৭, মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-১১৩৭৭, শরহু সুন্নাহ লিলবাগাবী, হাদীস নং-১৪৯৬}
والله أعلم بالصواب