অনেক সময় দেখা যায় একজন রাবির ব্যাপারে ইমামদের একাধিক মতামত পাওয়া যায়।তবে কোনো রাবি 'মুনকার' বা 'মাতরুক' হওয়াটা যদি সাব্যস্ত হয় তবে তার একক হাদিস সাধারণত গ্রহণযোগ্য হয় না।এবং তার একক বর্ণিত হাদিসের উপর আমল করাটা মুস্তাহাবও সাব্যস্ত হয় না।অনেক সময় হাদিস মুনকার হলেও মুল বিষয়টা অন্যভাবে মুস্তাহাব সাব্যস্ত হতে পারে।
والله أعلم بالصواب