প্রশ্নঃ ৩৫২. আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আমার এক দূর সম্পর্কের খালা। তিনি প্রাইমারি স্কুলে চাকরি করেন। প্রাইমারি স্কুলের নিয়ম অনুযায়ী মুখ খোলা রেখে সবসময় চলতে হয়। কারণ মুখ ঢেকে রাখলে বাচ্চারা পড়া বুঝতে পারে না।
কিন্তু ইদানিং তিনি দ্বীন বুঝতে পেরে শরিয়া মোতাবেক জীবন পরিচালনা করতে ইচ্ছুক। আর তাই চাকুরী ছেড়ে দিতেও পরিপূর্ণরূপে প্রস্তুত। কিন্তু তার স্বামী তাকে অনুমতি দিচ্ছে না। কেননা তার স্বামী অল্প আয়ে চাকরি করে। যা দ্বারা তাদের পরিবার চলা সম্ভব নয়। তার স্বামী স্পষ্টরূপে জানিয়ে দিয়েছে, যদি চাকরি ছাড়তে হয় তাহলে তাকেও ছেড়ে দিতে হবে। অর্থাৎ স্বামী তাকে তালাক দিয়ে দিবে। এমত অবস্থায় তিনি খুব পেরেশানির মধ্যে আছেন। উল্লেখ্য যে, তার একটি কন্যা সন্তানও আছে। এ অবস্থায় স্বামী ছেড়ে থাকাটা বর্তমান সামাজিক অবস্থান থেকে অনেক অনেক কষ্ট হয়ে যাবে তার জন্য। এ ব্যাপারে ইসলাম কী বলে? তার এখন করণীয় কী? জানালে কৃতজ্ঞ থাকব।
ওয়ালাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ।
প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা সাধারণত নাবালিগ হয়ে থাকে। তাই তাদেরকে শিক্ষা দেয়ার সময় মুখ খোলা রাখতে সমস্যা নেই। তবে তিনি যখন অফিসে কলিগদের সাথে বসবেন, প্রয়োজনে কথা বলবেন তখন মুখ ঢেকে রাখবেন।
সব সময় দোয়া করতে থাকবেন আল্লাহ যেন পরিবেশের সবকিছু দ্বীনের মুওয়াফিক করে দেন।