মসজিদের নামে মান্নত করা ইসলামী শরীয়ত অনুযায়ী সহীহ নয় এবং তা পূরণ করাও জরুরি নয়। কেননা, মান্নতের অর্থ সেইসব খাতে ব্যয় করতে হয় যেখানে যাকাতের অর্থ ব্যয় করা যায়। তবে, যদি কেউ এমন মান্নত আদায় করে ফেলে, তবে তা নফল সাদকা হিসেবে গণ্য হবে এবং মসজিদের কল্যাণে ব্যয় করা যাবে।
'রদ্দুল মুহতার' (৩:৩৭৫), 'দারুল উলূম' (১২:১২৯), এবং 'ফাতাওয়ায়ে রাহমানিয়া' (২:২৯৮)