ওয়ালাইকুমুস্ সালাম ওয়া রাহমাতুল্লাহ
সূরা পূর্ণ করে নামায শেষ করবেন। কোন সাহু সিজদা দিতে হবে না।
তারতীবের ক্ষেত্রে নিয়ম হলো:
প্রথম রাকাতে যে সূরা পড়বে, পরের রাকাতে তার পরবর্তী সূরা পড়বে। কিন্তু প্রথম রাকাতে এক সূরা পড়ে, পরের রাকাতে উক্ত সূরার আগের কোন সূরা পড়া মাকরূহ। তাই প্রথম রাকাতে এমন সূরা পড়বে, যেন উক্ত সূরার পর পরের রাকাতে পড়ার মত কোন সূরা থাকে।
এক সূরা পড়ার পর মাঝখানে এক সূরা বাদ দিয়ে পরের সূরা পড়া মাকরূহ্ তবে দুই সূরা বাদ দিয়ে পড়াতে কোন সমস্যা নেই।
সূরার ধারাবাহিকাতা কেবল ফরজ এবং ওয়াজিব নামাজে প্রযোজ্য সুন্নত এবং নফল নামাযে ধারাবাহিকাত রক্ষা করা আবশ্যক না। ফতোয়ায়ে শামী: খণ্ড: ২, পৃষ্ঠা: ২৬৯