এগুলো মাল্টিলেভেল মার্কেটিং এর অন্তর্ভুক্ত। মাল্টি লেভেল মার্কেটিং বৈধ নয়। কারণ এই সিস্টেমে অন্যের সম্পদ আত্মসাৎ করা, তালাক্কিল জালাব, আলগারার’ বা প্রতারণা, ধোঁকাবাজি করা, বিক্রয় এবং শর্ত একত্রিত হওয়া, পরিশ্রম ছাড়া অর্থ ইনকাম করা, ঝুঁকিমুক্ত মুনাফা ইত্যাদি কারণে বৈধ নয়।
কুরআন মজীদে আল্লাহ তাআলা ইরশাদ করেন
ولا تاكلوا اموالكم بينكم بالباطل
তোমরা পরস্পরে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। (সূরা বাকারা : ১৮৮)
হাদীসে এসেছে-
نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع الغرر
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘গারার’যুক্ত বেচাকেনা থেকে নিষেধ করেছেন। (সহীহ মুসলিম, হাদীস : ৩৭৮১; মুসনাদে আহমদ ১/৩০২, হাদীস : ২৭৫২)
হাদীস শরীফে আছে-
لا يحل سَلَفٌ وبيع ولا شرطان في بيع
(জামে তিরমিযী, হাদীস : ১২৩৪; মুসনাদে আহমদ ২/১৭৪; সুনানে আবু দাউদ, হাদীস : ৩৫০৪; জামিউল মাসানিদ ২/২২)
হাদীস শরীফে এসেছে-
من غشنا فليس منا
(সহীহ মুসলিম, হাদীস : ১৬৪; জামে তিরমিযী, হাদীস : ১৩১৫; মুসনাদে আহমদ ২/২৪২)
হাদিস শরীফ,
نهى أن يتلقى الجلب
(জামে তিরমিযী, হাদীস : ১২২১; মুসনাদে আহমদ ২/২৮৪; সহীহ মুসলিম, হাদীস : ৩৭৯২)
হাদীস শরীফে এসেছে,
أن رسول الله صلى الله عليه وسلم نهى عن النجش
(সহীহ মুসলিম, হাদীস : ৩৭৯১)
বাংলাদেশ, ভারত , পাকিস্তান, সৌদি আরব সহ অসংখ্য দেশের ফিকহ বোর্ড মাল্টিলেভেল মার্কেটিং কে অবৈধ ফতোয়া দিয়েছে।