বাংলাদেশ ইসলামী ব্যাংকে যারা চাকরি করে তাদের উপার্জিত অর্থটা কি হালাল? ( প্রচলিত আছে যে ইসলামী ব্যাংকে নাকি সুদ নাই। বিস্তারিত জানাবেন।)
স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে চাকরি করার বিধান কি?
যারা খেলাকে পেশা হিসেবে বেছে নেয় তাদের উপার্জিত অর্থ হালাল কিনা? ( দলিল দিলে উপকৃত হবো)
মনে করুন,একজন ব্যক্তি এমন এক মেয়েকে প্রাইভেট পড়ায় যার বাবা মদের ব্যবসা করে। এখন সেই ব্যক্তির উপার্জিত টাকা কি হালাল হবে?
আমি একজন মেয়ে।আমি এইচএসসি ২০২৪ ব্যাচের স্টুডেন্ট। আমার কোনো ভাই নেই। বর্তমানে আমাদের আর্থিক সংকটে দিন পার হচ্ছে। আমার আব্বা মুদির দোকান চালান। তাতে সংসার চলে না বললেই চলে।উনাকে অনেক বুঝনো হয়েছে যেন আয়ের আরও অন্য কোনো পথ দেখেতে কিন্তু তিনি দোকান ছাড়া কোনো কাজই করতে আগ্রহী না। আমার বিয়ের ঘরও দেখা হচ্ছে ৪/৫ বছর যাবৎ কিন্তু বিয়েটাও হচ্ছে না।এমন অবস্থায় তিনি আমার ভরণপোষণ দিতে চাননা। উনার আচরণে তা স্পর্শই বুঝা যায়। এমন অবস্থায় আমার কি বাহিরে গিয়ে চাকরি করা জায়েজ হবে?
বেকারি আইটেম নিয়ে বিজনেস করা কি জায়েজ? সম্ভবত বেকারি আইটেম গুলো অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হয়। এখন এটা কি জায়েজ হবে ?
POD বিজনেসের এসব ডিজাইন করা কী জায়েজ? এসব ডিজাইন অমুসলিমদের জন্য।
কোরআন হাদিসের আলোকে শেয়ার ব্যবসার জন্য কি কি চুক্তি করতে হবে?
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার এক দূর সম্পর্কের খালা। তিনি প্রাইমারি স্কুলে চাকরি করেন। প্রাইমারি স্কুলের নিয়ম অনুযায়ী মুখ খোলা রেখে সবসময় চলতে হয়। কারণ মুখ ঢেকে রাখলে বাচ্চারা পড়া বুঝতে পারে না। কিন্তু ইদানিং তিনি দ্বীন বুঝতে পেরে শরিয়া মোতাবেক জীবন পরিচালনা করতে ইচ্ছুক। আর তাই চাকুরী ছেড়ে দিতেও পরিপূর্ণরূপে প্রস্তুত। কিন্তু তার স্বামী তাকে অনুমতি দিচ্ছে না। কেননা তার স্বামী অল্প আয়ে চাকরি করে। যা দ্বারা তাদের পরিবার চলা সম্ভব নয়। তার স্বামী স্পষ্টরূপে জানিয়ে দিয়েছে, যদি চাকরি ছাড়তে হয় তাহলে তাকেও ছেড়ে দিতে হবে। অর্থাৎ স্বামী তাকে তালাক দিয়ে দিবে। এমত অবস্থায় তিনি খুব পেরেশানির মধ্যে আছেন। উল্লেখ্য যে, তার একটি কন্যা সন্তানও আছে। এ অবস্থায় স্বামী ছেড়ে থাকাটা বর্তমান সামাজিক অবস্থান থেকে অনেক অনেক কষ্ট হয়ে যাবে তার জন্য। এ ব্যাপারে ইসলাম কী বলে? তার এখন করণীয় কী? জানালে কৃতজ্ঞ থাকব।