বর্তমান বিশ্বের পরিস্থিতিতে প্রচলিত খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করা বৈধ নয়। পর্দা লঙ্ঘন, লটারি, জুয়া, হারাম পণ্যের বিজ্ঞাপন এবং অশ্লীলতায় জড়িয়ে পড়তে হয়। তাই খেলা কে পেশা হিসেবে গ্রহণ করা বৈধ না।
তাকমিলাত ফাতহুল মুলহিম: ৪র্থ খন্ড , পৃষ্ঠা ৪৩৫।