আপনি যার সাথে লেনদেন করবেন সে যদি আপনাকে হালাল উৎস থেকে টাকা দেয় তাহলে তার সাথে লেনদেন করা বৈধ। আর যদি আপনি জানেন হারাম উৎস থেকে আপনাকে টাকা দিবে, তাহলে তার সাথে লেনদেন করা অবৈধ।
যদি আপনার জানা না থাকে ব্যক্তি আপনাকে হালাল উৎস থেকে টাকা দিবে নাকি হারাম উৎস থেকে টাকা দিবে, তাহলে দেখতে হবে ব্যক্তির অধিকাংশ ইনকাম হালাল নাকি হারাম। যদি অধিকাংশ ইনকাম হালাল হয় তাহলে তার সাথে লেনদেন বৈধ হবে আর অধিকাংশ ইনকাম হারাম হলে তার সাথে লেনদেন অবৈধ হবে।
যদি আপনি যাকাত খাওয়ার উপযুক্ত হন তাহলে উভয় পরিস্থিতিতে ব্যক্তির সাথে লেনদেন করা বৈধ হবে।
والله أعلم بالصواب