৩০৫
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী করে উপার্জন-
প্রশ্নঃ ৩০৫. বেকারি আইটেম নিয়ে বিজনেস করা কি জায়েজ? সম্ভবত বেকারি আইটেম গুলো অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হয়। এখন এটা কি জায়েজ হবে ?
হালাল জিনিসের ব্যবসা যদি বৈধ পন্থায় হয় তবে হবে।
তবে আমাদের সাধ্যমত চেষ্টা করা উচিত মানুষকে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করতে।
(সুরা বাকার: ২৭৫)
والله أعلم بالصواب