বন্ধকি রাখা সম্পদ থেকে উপকৃত হওয়া নাজায়েজ। তবে বন্ধক ও ভাড়া এক জিনিস নয়। স্বল্পমূল্যে ফ্ল্যাট ভাড়া নিয়ে অগ্রিম কয়েক লাখ টাকা মালিককে দিল। অতঃপর বেশি মূল্যে উক্ত ফ্লাট ভাড়া দিয়ে মুনাফা নেওয়া জায়েজ হওয়ার জন্য শর্ত হলো, উক্ত ফ্ল্যাটে কিছু সংস্কার করতে হবে। নয়তো বা হুবহু ফ্লাট ভাড়া দিয়ে বেশি মুনাফা নিলে তা বৈধ হবে না বরং সেটি সদকা করে দিতে হবে। (ফতোয়ায়ে শামী: ৬/২৯)