১০৯
প্রিয় নবী (সা:) এর জন্ম ও মৃত্যু তারিখ
প্রশ্নঃ ১০৯. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকাল তারিখ বলা হয় ১২ রবিউল আউয়াল।
তাহলে ১২ তারিখ কেন ইন্তেকালের বেদনা প্রকাশ করা হয় না ?
উল্লেখ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম তারিখ নিয়ে মতানৈক্য আছে বলা হয়।
জানার জন্য জিজ্ঞাসা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদ এবং ইন্তেকাল উভয়টি নিয়েই এখতেলাফ রয়েছে।
[সিরাতে ইবনে কাসির (আস-সিরাহ আন-নববিয়াহ), ৪_© খন্ড, পৃষ্ঠা ৫০৯; ফাতহুল বারি, ৮g খন্ড, পৃষ্ঠা ১৩০]
ZvQvov মুসলমানদের জন্য তিন দিনের বেশি শোক পালন করা বৈধ নয়।
(সহীহুল বুখারী -১২৮০, ১২৮১, ১২৮২; মুসলিম -১৪৮৬)