১১
মাসায়েলের কিতাব
প্রশ্নঃ ১১. আমি একটি আলিয়া মাদরাসায় নবম শ্রেণিতে পড়ি।আমি মাসয়ালার জন্য একটি নির্ভরযোগ্য বই চাচ্ছি যে বইয়ে দলিল সহ মাসয়ালার উওর দেয়া আছে। এখন আমাকে একটি নির্ভরযোগ্য মাসয়ালার বইয়ের নাম(যেটা পড়লে আমি বুঝতে পারব এমন বই) প্রকাশনীর নাম ( যদি বইয়ের কভারের ছবি দিলে ভালো হবে) ও বইটির দাম কত পড়বে? এ প্রশ্নগুলোর উত্তর দেয়ার জন্য অনুরোধ করা হলো।
££ মুহতারাম এডমিনদেরকে উত্তর দেয়ার জন্য অনুরোধ করা হলো।
আপনি আলিয়া মাদরাসায় পড়েন তাও আবার নবম শ্রেনিতে অথচ আপনি দলিলসহ মাসাইল বুঝতে চান। ব্যপারটা কেমন হয়ে গেল না! (যদি আরবি কিতাব পড়তে না পারেন)
আরবি পারলে আলহামদু লিল্লাহ, ফতোয়ায়ে হিন্দিয়া পড়েন।
ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত” পড়তে পারে। বাংলা ভাষায় লেখা সাথে আরবি হাওয়ালা আছে।
যাক, আপনার উচিৎ দৈনন্দিন জীবনে ইসলাম/ আহকামে জিন্দেগী/ বেহেশতি জেওর টাইপের বই পড়া।
والله أعلم بالصواب