১১৩
অজুতে ধারাবাহিকতা রক্ষা করা-
প্রশ্নঃ ১১৩. অজু তে অঙ্গ ধৌতের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা কি আবশ্যক?
যেমন, আমি যদি পা ধৌতের পর মাথা মাসেহ করি তাহলে কি কোন সমস্যা হবে?
অজুতে ধারাবাহিকতা রক্ষা করা সুন্নত। তবে ধারাবাহিকতা রক্ষা করতে না পারলেও অজু শুদ্ধ হবে।
ফাতাওয়া তাতারখানিয়া ১/২২০;