লেজার ট্রিটমেন্টের মাধ্যমে মুখের কালো দাগ দূর করা বৈধ। লেজার ট্রিটমেন্ট ক্ষতিকর না হওয়ায় এর দ্বারা চিকিৎসা করা জায়েজ আছে। লেজার ট্রিটমেন্ট এর মাধ্যমে শরীরের অপ্রয়োজনীয় কোষ কে নষ্ট করে দেওয়া হয়। ক্ষতি হওয়ার আশঙ্কা না থাকলে শরীরের যেমন অতিরিক্ত অঙ্গ কেটে ফেলতে সমস্যা নেই, বৈধ। তেমনি লেজার ট্রিটমেন্ট করে শরীরের অপ্রয়োজনীয় কোষ নষ্ট করা বৈধ। এটি একটি চিকিৎসা পদ্ধতি যা গ্রহণ করা বৈধ।
ফাতাওয়া তাতারখানিয়া ১৮/২৮৮;
বাযলুল মাজহূদ ১৭/৫৪-৫৫;
তাকমিলা ফাতহুল মুলহিম ৪/১৯৫;
ফাতাওয়া হিন্দিয়া ৫/৩৬০;
জাযাকাল্লাহ খায়ের।