১. বিকাশে ক্যাশ ইন করার মাধ্যমে ক্যাশব্যাক পেলে সেটি হারাম হবে।
বিকাশ থেকে মোবাইলে রিচার্জ করার মাধ্যমে ক্যাশব্যাক পেলে সেটি জায়েজ হবে। এটি হাদিয়া।
২. হ্যাঁ এটি হারাম হবে। এটি রিবাল করজ হিসেবে গণ্য হবে।
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَىٰ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ ۖ وَمَنْ عَادَ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ.
(البقرة 275:2)
বোখারী- ২৪০৪,২৪০৬
জাযাকাল্লাহ খায়ের ।