আকাশ থেকে বৃষ্টি নাযিল করেন আল্লাহ তায়ালা। পূজা পালন করার কারণে বৃষ্টি হয় না। পূজার কারণে বৃষ্টি হওয়ার ধারণা অমূলক। ইসলামে এর কোন ভিত্তি নেই। আল্লাহ বলেন,
وَتَرَی الۡاَرۡضَ ہَامِدَۃً فَاِذَاۤ اَنۡزَلۡنَا عَلَیۡہَا الۡمَآءَ اہۡتَزَّتۡ وَرَبَتۡ وَاَنۡۢبَتَتۡ مِنۡ کُلِّ زَوۡجٍۭ بَہِیۡجٍ
অর্থাৎ- তুমি ভূমিকে দেখ শুষ্ক, তারপর যখন আমি তাতে বারি বর্ষণ করি, তখন তা আন্দোলিত ও বাড়-বাড়ন্ত হয়ে ওঠে এবং তা উৎপন্ন করে সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ। (সূরা হজ, আয়াত : ৫)